News

বর্ণাঢ্য আয়োজনে টি.কে গ্রুপ বাজার নিয়ে এলো সুপার বোর্ড ডোরস

বর্তমান সময়ের সু-পরিচিত প্রতিষ্ঠান টি.কে. গ্রুপ। অদ্য ২ নম্ভেবর ২২ ইং প্রতিষ্ঠানটি এর মধ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘সুপার ফরমিকা এন্ড লেমিনেশন লিমিটেড’ বাজারে নিয়ে এলো ‘সুপার বোর্ড ডোরস’। ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে সুপার বোর্ড ব্র্যান্ডে নতুন সংযোজন করা হলো সুপার বোর্ড ডোরস। অত্যাধুনিক জার্মান প্রযুক্তি ও উন্নত কাঁচামালে তৈরী এই সকল ডোরস এবং ইউপিভিসি ডোরস একটি গৃহের সব ধরনের দরজার চাহিদা পূরণে সক্ষম হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। সুপার বোর্ড ডোরস এর পণ্য সম্ভারে রয়েছে – সিগনেচার ইউপিভিসি ডোর, এক্সিকিউটিভ ইউপিভিসি ডোর, র্যাডিক্স ইউপিভিসি ডোর, আইডিয়াল ইউপিভিসি ডোর, ইমপালস ইউপিভিসি ডোর, স্মাইল ইউপিভিসি ডোর, ডাইনামিক ফ্ল্যাশ ডোর, গ্ল্যামার ডিজাইন ডোর, ইউনিক এইচপিএল ডোর ও গ্রেট উডেন ডোর। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সুপার বোর্ড ডোরস এর নতুন লোগো উম্মোচন ও কার্যক্রম উদ্বোধন করেন টি.কে. গ্রুপের সম্মানিত পরিচালক মোস্তফা হায়দার, এসময় আরো উপস্থিত ছিলেন টি. কে গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, পরিচালক (উৎপাদন ও টেকনিক্যাল )খোরশেদুল আলম, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন) মোঃ শফিউল আতহার তসলিম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা কর্ণেল (অবঃ) আলমাস রাইসুল গনি ও হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী সহ সুপার বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।