News

সুপার বোর্ডের নতুন লোগো উম্মোচন

এখন আরো দৃঢ় ও গতিশীল এই প্রত্যয়ে সুপার বোর্ড নতুন লোগো উম্মোচন করল। সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রাপ্ত সুপার বোর্ড উন্নত প্রযুক্তির বৈচিত্রময় পণ্যের সমারোহ এবং গুনগত মান বজায় রাখার কারণে আজ দেশে শীর্ষস্থান অর্জনে সক্ষম হয়েছে।

সুপার বোর্ড ব্র্যান্ডকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন এই লোগো উপস্থাপন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি.কে গ্রুপ এর সম্মানীত উপদেষ্টা জনাব মাহফুজুর রহমান, পরিচালক (মার্কেটিং) জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক। আরও উপস্থিত ছিলেন গ্রুপ এর পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) জনাব খোরশেদুল আলম, পরিচালক (ফিন্যান্স এন্ড অপারেশন্স) জনাব শফিউল আতহার তসলিম, চীফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কর্ণেল (অব:) জনাব আলমাস রাইসুল গনি, সুপার বোর্ড এর হেড অফ বিজনেস জনাব নুরুন নবী ও হেড অফ ব্র্যান্ড জনাব ইব্রাহিম খলিল নয়ন সহ বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে জনাব মোফাচ্ছেল হক বলেন, সুপার বোর্ড সব সময় যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে এবং সময়ের উপযোগী পদক্ষেপ গ্রহন করে; লোগো পরিবর্তন তারই এক প্রতিফলন। সুপার বোর্ড-এর এই নতুন পরিবর্তন ব্র্যান্ড ভিজিবিলিটি বৃদ্ধি করবে এবং ক্রেতা সাধারন সহ সকল ব্যবসায়িক পার্টনারদের কাছে আরও দৃঢ় অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।