News

সুপার বোর্ডে যুক্ত হলো পিভিসি শীট

পার্টিকেল বোর্ড ব্র্যান্ড ‘সুপার বোর্ড’ নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির পিভিসি শীট। সম্প্রতি টি. কে. গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন পণ্য উদ্বোধন করেন টি. কে. গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার। এ সময় উপস্থিত ছিলেন- গ্রুপের পরিচালক (প্রোডাকশন ও টেকনিক্যাল) খোরশেদ আলম, পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (ফিন্যান্স ও অপারেশন্স) শফিউল আতহার তসলিম, সুপার বোর্ড-এর হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবীসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর মোস্তফা হায়দার সকল বিক্রয়কর্মীদের নতুন এই পণ্য বাজারজাতকরণে অনুপ্রাণিত করেন এবং বলেন সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করে সুপার বোর্ড কে বাজারে শীর্ষস্থানে নিয়ে যেতে। তিনি বলেন, টি. কে. গ্রুপের বিভিন্ন ইউনিট সবসময় ভোক্তা সাধারণের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন সময়োপযোগী মানসম্মত পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু করলো সুপার বোর্ড পিভিসি শীট।