Events

Super Board Reward For Bonding Program

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল টি. কে. গ্রুপ এর অন্যতম ব্যবসা সফল পার্টিকেল বোর্ড ব্র্যান্ড সুপার বোর্ড-এর রিওয়ার্ড ফর বন্ডিং প্রোগ্রাম এর জমকালো সমাপনী অনুষ্ঠান। সুপার বোর্ড-এর ডিলারদের জন্য আয়োজিত এই প্রোগ্রাম শুরু হয় ২০১৭ সালে । গত ২৯শে সেপ্টেম্বর, ২০১৮ ঢাকার সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে ডিলারদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ডিলারদের পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন টি. কে. গ্রুপের সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব মোস্তফা হায়দার শিবলী, ডিরেক্টর সেলস্‌ এন্ড মার্কেটিং জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক, ডিরেক্টর ফিন্যান্স এন্ড অপারেশন্স জনাব শফিউর আথহার তসলিম, ডিরেক্টর জনাব মাহফুজুর রহমান, সুপার বোর্ড এর ডি.জি.এম. সেলস জনাব মোহাম্মদ নুরুন্নবী সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী এই অনুষ্ঠানে ডিলারদের জন্য “বন্ডিং ফরএভার” নামে আরেকটি নতুন প্রোগ্রাম ঘোষনা করা হয়।